- নোয়াখালীর চাটখিলে প্রকাশ্যে গাঁজা সেবন করায় যুবকের ২০ দিনের কারাদণ্
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে প্রকাশ্যে গাঁজা সেবন করায় মো. সোহেল (২৬) নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পাঁচগাও ইউনিয়নে আবু তোরাবনগর গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল ওই গ্রামের মো. কামালের ছেলে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযুক্ত সেহেলকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
এ অভিযানে চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।