- চাটখিল ও সোনাইমুড়িতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরন
চাটখিল প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোনাইমুড়ীতে ৯জন ও চাটখিলে ৪জনের মাঝে ৬লাখ ৪০হাজার টাকার চেক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়া’র সভাপতিত্বে ৪ জন নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মী’র মাঝে ১ লাখ ৯০ হাজার টাকার চেক এবং দুপুরে সোনাইমুড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ৯ জন নির্যাতিত, অসহায় ও দলীয় নেতাকর্মী’র মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামীলীগ সভাপতি শাহজাহান খাঁন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।