সোনাইমুড়ী ও চাটখিলে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতা
চাটখিল প্রতিনিধিঃ
সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল বুধবার গভীর রাতে ৩ পেশাদার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার কর হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার জালিয়াকান্দি গোলন্দাজ বাড়ীর বেলাল হোসেন (৩৭) ও মনির হোসেন (৩০) অপরজন নোয়াখালীর বেগমগঞ্জের কোয়ারিয়া গ্রামের মোঃ জাকির হোসেন (৩৬), এসময় পুলিশ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকতৃ ৩ ডাকাতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটখিল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত এক আসামী গতকাল বুধবার রাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রবিন (৩০) উপজেলার রুহিতখালী গ্রামের আবদুস সাত্তারের ছেলে। বিষয়টি থানার ডিউটি অফিসার মোঃ সুমন মিয়া নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে রবিন কে আদালতে প্রেরণ করা হয়েছে।