নোয়াখালীর ভাসানচর থেকে হাত-পা বাঁধা রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধা
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-পা বাঁধা অবস্থায় সৈয়দুল ইসলাম (২৮) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সৈয়দুল ইসলাম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৩ নং ক্লাস্টারের এ/১ নং কক্ষের বাসিন্দা এবং ইমান হোসাইনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (২ জুলাই) রাত ৩ টায় ক্যাম্পের ৫৫ নং ক্লাস্টারের সি/১৬ নং কক্ষ সংলগ্ন বারান্দার সিঁড়ির নিচে হাত-পা বাঁধা অবস্থায় সৈয়দুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা সৈয়দুলকে উদ্ধার করে ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নিহত সৈয়দুল ইসলামের বিরুদ্ধে ভাসানচর থানায় মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।