সৌদি আরবের সাথে মিল রেখে নোয়াখালীর চার স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চার স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
সৌদি আরবের সাথে মিল রেখে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রাম, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের চারটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজে ওই চার গ্রামের কিছু পরিবারের লোকজন অংশগ্রহণ করবেন।
বুধবার সকাল ৯ টায় বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ (দায়রা বাড়ি), নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর ও হরিণারায়ণপুর দায়রা শরীফ জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, এই চার গ্রামের প্রায় ৭০-৭৫ পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে এসব পরিবারের সামর্থবান অনেকে পশু কোরবানিও দেবেন। তারা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারী এবং হানাফী মাযহাবের অনুসরণে ঈদ পালন করে থাকেন।
উদযাপনকারীরা বলছেন, ‘আমরা আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমূহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে ঈদ উৎযাপন করি।’
নোয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, ‘নোয়াখালীতে পৃথক স্থানে বুধবার ৪ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের একাধিক দল মাঠে নিয়োজিত ছিল