নোয়াখালীতে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে সোনাপুর পৌর মহাশ্মসানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করেন। এ সময় নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভাও করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবু অরবিন্দ ভৌমিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান-ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায়, সহ-সভাপতি তপন মজুমদারসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলার প্রাথমিক শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ৪৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ‘ক’ গ্রুপে ৩ জন ও ‘খ’ গ্রুপে ৩ জনসহ মোট ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা প্রত্যেকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচিত হওয়া নোয়াখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ পালসহ ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।