নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে নববধূকে গণধর্ষণ,থানায় মামল
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) গণধর্ষণ করার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রোববার (১৮ জুন) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহিন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় রোববার দুপুরে ধর্ষিতার স্বামী বাদী হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এর আগে বুধবার (১৪ জুন) সকালে ওই এলাকায় নবদম্পতি ঘুরতে এসে ওই নববধূ গণধর্ষণের শিকার হয়।
মামলার আসামিরা হলেন- মুছাপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের স্লুইজ গেইট এলাকার জাহাঙ্গির (৩৫), রিয়াদ (৩০) এবং জালাল উদ্দিন মিস্টার (২৮)।
মামলা সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার পর নব দম্পতি মোটরসাইকেলযোগে ঘুরতে আসে। তারা একটি বন বিভাগের বাগানের পাশে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিল। এসময় জাহাঙ্গীর, রিয়াদ ও মিস্টার ছোরা ও লাঠি নিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আটক করে। পরে ধর্ষিতার স্বামীকে পিটিয়ে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধুকে (১৮) তার (স্বামী) সামনে থেকে বন বিভাগের বাগানে নিয়ে জাহাঙ্গীর ও রিয়াদ জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষকদের সহযোগী জালাল উদ্দিন মিষ্টার বেঁধে রাখা ধর্ষিতার স্বামীকে এসময় পাহারা দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক থাকা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।