১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নোয়াখালীর মাসুদে
নোয়াখালী প্রতিনিধিঃ
১৭ বছর ধরে পালিয়ে থাকা নোয়াখালী সদর উপজেলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. মাসুদ (৩৭)। তিনি নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার তাহেরের ছেলে। নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে গতকাল সোমবার সন্ধ্যায় সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো র্যাবের কোম্পানি কমান্ডার ও উপপরিচালক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের মার্চে মাসুদসহ তাঁর সহযোগীরা মিলে একই এলাকার হেঞ্জু মিয়াকে গুরুতর আঘাত করেন। ঘটনার ছয় দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেঞ্জু মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় হেঞ্জু মিয়ার বাবা চান মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি মাসুদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই মাসুদ গা ঢাকা দেন। এরপর তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। পরে তাঁর বিরুদ্ধে সাজার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। র্যাব তথ্যপ্রযুক্তির ব্যবহার করে মাসুদের অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার ও উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাসুদকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর তাঁকে সোমবার রাতে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।