নোয়াখালীতে সিরাজুল আলম খান স্মরণে দোয়া ও খাবার বিতরন
নোয়াখালী প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সিরাজুল আলম খান স্মরণে নোয়াখালীতে মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুন) আসর নামাজের পর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং চৌমুহনী রেল স্টেশনে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টুসহ আরও উপস্থিত ছিলেন জেএসডি নোয়াখালী জেলা সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ভিপি মোহাম্মদ উল্ল্যাহ, সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক আমির হোসেন বিএসসি ও শহিদুল্লাহ খোকনসহ প্রমুখ।