হাতিয়ায় দুই কেজি গাঁজা সহ আটক
হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় গাঁজাসহ মো. সাকিব (২৪) ও মেহেদী হাসান (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ২৭ গ্রাম গাঁজা ও দুটি ওজন মাপার স্কেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার চৌমুহনী বাজারের একটি রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. সাকিব উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামের মৃত রাশেদ উদ্দিনের ছেলে এবং মেহেদী হাসান একই এলাকার মো. কাইউমের ছেলে।
পুলিশ জানান, দীর্ঘদিন থেকে তারা মাদক কারবারির সাথে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও পরিমাপ যন্ত্র উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।