ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুবর্ণচরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজির ৫০ হাজার টাকা জরিমানা

  1. সুবর্ণচরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজির ৫০ হাজার টাকা জরিমান

সুবর্ণচর প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চরভাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) সঙ্গে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন করে বর-কনে চলে যায়। এসময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ সহযোগিতা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

নিজের অবৈধ ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্বে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের মাদক ব্যবসায়ী করিম মেম্বার

সুবর্ণচরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজির ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  1. সুবর্ণচরে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজির ৫০ হাজার টাকা জরিমান

সুবর্ণচর প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চরভাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) সঙ্গে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন করে বর-কনে চলে যায়। এসময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ সহযোগিতা করেন।