ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • গুলজার সৈকত
  • আপডেট সময় ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ২৩০৩ Time View
  • সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্য

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারধরে এনামুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী সোলায়মান ভূঁইয়ার স্ত্রী দুধ নাহার বেগমকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পালিয়ে গেছেন ৪ হামলাকারী।

শনিবার (৩ জুন) দুপুর ১২টার দিকে রথি গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে বেলা ১১টার দিকে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। নিহত এনামুল হক রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আবদুর রশিদের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঁইয়া বাড়ির এনামুল হকের সাথে জায়গা-জমি নিয়ে একই বাড়ির সোলায়মান ভূঁইয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে প্রায়সময় তাদের মধ্যে ঝগড়া হতো। একাধিকবার সোলাইমান ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এনামুল হকের পরিবারের ওপর হামলা চালায়। সবশেষ হামলার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসীকে আটক করে নিয়ে যায়। এ বিরোধের সূত্র ধরে শনিবার সকালে এনামুল হক ঘর থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তার গতিরোধ করে সোলায়মান ও তার ছেলে মাসুদ। এসময় জায়গা নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে সোলায়মান, মাসুদ, মাসুদের স্ত্রী জেসমিন ও সোলায়মানের পুত্রবধূ সুমি আক্তার এনামুল হককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

ঘটনাটি দেখতে পেয়ে এনামুল হকের পরিবারের লোকজন ও বাড়ির অন্যরা এগিয়ে আসলে দ্রুত স্থান ত্যাগ করে হামলাকারীরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘরের দিকে নেওয়ার চেষ্টা করলে মাটিতে লুটে পড়ে মারা যান এনামুল হক।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে বিরোধের জের ধরে ওই ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন সোলায়মান, মাসুদ, জেসমিন ও সুমি মারধর করেছে—এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। নিহতের পিঠসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী সোলায়মানের স্ত্রীকে থানায় আনা হয়েছে। মূল হামলাকারী চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

আলোচিত সেই ভাইরাল ভিডিও,সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার, নোয়াখালীর সেই নারীকে তুলে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের ঘটনায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্য

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারধরে এনামুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী সোলায়মান ভূঁইয়ার স্ত্রী দুধ নাহার বেগমকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পালিয়ে গেছেন ৪ হামলাকারী।

শনিবার (৩ জুন) দুপুর ১২টার দিকে রথি গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে বেলা ১১টার দিকে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। নিহত এনামুল হক রথি গ্রামের ভূঁইয়া বাড়ির আবদুর রশিদের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঁইয়া বাড়ির এনামুল হকের সাথে জায়গা-জমি নিয়ে একই বাড়ির সোলায়মান ভূঁইয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জেরে প্রায়সময় তাদের মধ্যে ঝগড়া হতো। একাধিকবার সোলাইমান ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এনামুল হকের পরিবারের ওপর হামলা চালায়। সবশেষ হামলার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসীকে আটক করে নিয়ে যায়। এ বিরোধের সূত্র ধরে শনিবার সকালে এনামুল হক ঘর থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তার গতিরোধ করে সোলায়মান ও তার ছেলে মাসুদ। এসময় জায়গা নিয়ে পুনরায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে সোলায়মান, মাসুদ, মাসুদের স্ত্রী জেসমিন ও সোলায়মানের পুত্রবধূ সুমি আক্তার এনামুল হককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

ঘটনাটি দেখতে পেয়ে এনামুল হকের পরিবারের লোকজন ও বাড়ির অন্যরা এগিয়ে আসলে দ্রুত স্থান ত্যাগ করে হামলাকারীরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘরের দিকে নেওয়ার চেষ্টা করলে মাটিতে লুটে পড়ে মারা যান এনামুল হক।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জায়গা নিয়ে বিরোধের জের ধরে ওই ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন সোলায়মান, মাসুদ, জেসমিন ও সুমি মারধর করেছে—এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। নিহতের পিঠসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী সোলায়মানের স্ত্রীকে থানায় আনা হয়েছে। মূল হামলাকারী চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।