ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কবিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন

কবিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটের অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার ধানসিঁডি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের খালসহ বিভিন্ন এলাকায় বালু তুলে বিক্রি করছেন তারা। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় অপরাধীরা এমন সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, বিডিপি বাজারের পাশে নোয়াখালী খাল থেকে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী নুরুল হকসহ তার লোকজন। এতে খালের আশপাশে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।
এলাকাবাসীরা জানায়, বিডিপি বাজারের পশ্চিম পাশে জাফরের বাড়ির সংলগ্ন নোয়াখালী খালের তিন মুখে খালের মধ্যে বাঁধ তৈরি করে চারটি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিলেও তারা নীরব রয়েছেন। প্রশাসন থেকেও কোন ধরণের প্রতিকার পাচ্ছে না তারা।

আবুল কালাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, খাল থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে। উত্তোলনকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না।
এ বিষয়ে অভিযুক্ত মো. নুরুল হক বলেন, ‘আগে কিছু বালু তোলা হয়েছিল। এখন সেটি বন্ধ রয়েছে।’

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, অভিযোগ পেয়ে ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে বালু তোলা বন্ধ করা হয়েছে। তবে এটি উপজেলা প্রশাসনের কাজ নয়। পানি উন্নয়ন বিষয়টি দেখার কথা।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, এটি আমাদের দেখার কথা নয়, জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি দেখার কথা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

নিজের অবৈধ ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্বে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের মাদক ব্যবসায়ী করিম মেম্বার

কবিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন

আপডেট সময় ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

কবিরহাটে অবৈধভাবে বালু উত্তোলন, নীরব প্রশাসন
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটের অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার ধানসিঁডি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের খালসহ বিভিন্ন এলাকায় বালু তুলে বিক্রি করছেন তারা। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় অপরাধীরা এমন সিন্ডিকেট গড়ে তুলেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, বিডিপি বাজারের পাশে নোয়াখালী খাল থেকে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী নুরুল হকসহ তার লোকজন। এতে খালের আশপাশে বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।
এলাকাবাসীরা জানায়, বিডিপি বাজারের পশ্চিম পাশে জাফরের বাড়ির সংলগ্ন নোয়াখালী খালের তিন মুখে খালের মধ্যে বাঁধ তৈরি করে চারটি ড্রেজার মেশিনের বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিলেও তারা নীরব রয়েছেন। প্রশাসন থেকেও কোন ধরণের প্রতিকার পাচ্ছে না তারা।

আবুল কালাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, খাল থেকে বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে। উত্তোলনকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না।
এ বিষয়ে অভিযুক্ত মো. নুরুল হক বলেন, ‘আগে কিছু বালু তোলা হয়েছিল। এখন সেটি বন্ধ রয়েছে।’

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, অভিযোগ পেয়ে ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে বালু তোলা বন্ধ করা হয়েছে। তবে এটি উপজেলা প্রশাসনের কাজ নয়। পানি উন্নয়ন বিষয়টি দেখার কথা।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, এটি আমাদের দেখার কথা নয়, জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি দেখার কথা।