ভ্রাম্যমান আদালতের অভিযান
হাতিয়ায় ২০ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস
হাতিয়া প্রতিনিধিঃ
ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ২০ লাখ ৪৪ হাজার মিটার অবৈধ জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাতভর নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, ‘পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করে। খবর পেয়ে অপরাধীরা পালিয় যান। মাছগুলো গরীব ও অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।’
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহজাহানের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা (ঢাকা) মো. আবু সাইদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিলসহ পুলিশ সদস্যরা।
আদালত সূত্রে জানায়, অভিযানকালে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে পাতানো অবস্থায় ২৪ হাজার বর্গমিটার অবৈধ বেহুন্দি জাল, ১৬ লাখ বর্গমিটার কারেন্ট জাল, চার লাখ ২০ হাজার বর্গমিটার চরঘেরা জাল ও ১২ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত জাল গুলোর বাজার মূল্য প্রায় এক কোটি ২৬ লাখ ছয় হাজার টাকা।