নোয়াখালীর সেনবাগে ককটেল তৈরির সময় বিস্ফোরক সহ আটক ৪
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে ককটেল তৈরির সময় বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১টায় উপজেলার কাদরা ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছেন- কাদরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯), ৪ নম্বর ওয়ার্ডের মগুয়া গ্রামের মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে মো. শহীদুল্লাহ চৌধুরী (৫৫), মো. জাফরের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৫) ও মো. মফিজ উল্যাহর ছেলে আহমেদ পারভেজ (২১)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মগুয়া গ্রামের মোকছেদ কেরানীর বাড়িতে অভিযান চালিয়ে আসামি শহীদুল্লাহ চৌধুরীর রান্নাঘর থেকে ককটেল তৈরির সময় তাদের হাতে নাতে আটক করা হয়।’
ওসি আরও বলেন, ‘এসময় তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত তাজা ককটেল, ছয়টি স্কচটেপ, চারটি ককটেল তৈরির খাঁচ, ১১টি ব্লেড, একটি কাঁচি, ১৭টি চকলেট বাজি, ২০০ গ্রাম দিয়াশলাইয়ের কাঠি, ৫০ গ্রাম বারুদযুক্ত দিয়াশলাইয়ের ছেঁড়া প্যাকেট জব্দ করা হয়।’
তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (নম্বর-২) রুজু করে আদালতে পাঠানো হয়। পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।