ইউ পি নির্বাচনে আচরণবিধি লংঘন
চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ প্রার্থীকে জরিমানা
গুলজার সৈকতঃ
ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, বিভিন্ন ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ প্রার্থীকে মামলা দিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়।
এর মধ্যে পাঁচগাও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামকে ১০ হাজার, মেম্বার প্রার্থী যথাক্রমে আবুল আনছারকে ১০ হাজার, মো. বেলায়েত হোসেনকে পাঁচ হাজার, ইব্রাহিম খলিলকে দুই হাজার জরিমানা করা হয়।
মোহাম্মদপুর ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো মহিন উদ্দিন কালুকে ১০ হাজার, মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমকে পাঁচ হাজার, খিলপাড়া ইউনিয়নে মেম্বার প্রার্থী মামুন রশিদকে পাঁচ হাজার টাকা, পরকোট ইউনিয়নে হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছালেহ আহমদকে পাঁচ হাজার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তওহিদুল ইসলামকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলায় আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।