চাটখিলে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের নাম ফলক উম্মোচন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের (চাটখিল-খিলপাড়া সড়ক) নাম ফলক উম্মোচন করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে চাটখিলের খিলপাড়ায় এই সড়কের নাম ফলক উম্মোচন করেন। সড়কের ফলক উম্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা’র সভাপতিত্বে খিলপাড়া মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত (মহিলা আসন -৩৩) সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন। এছাড়াও উপস্থিতিদের মধ্যে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হকের ভাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হকের ছেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের বেগ, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রাব্বান উল্যাহ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নোয়াখালী শাখার সদস্য হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান ইমাম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল রায়, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক শোয়েব হোসেন বুলু, সহ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাদের সন্তান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা সঞ্চালনা করেন চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু।