নোয়াখালীতে বিদেশি মদ-ফেনসিডিলসহ বৃদ্ধ আটক
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের একটি বহুতল ভবন থেকে বিদেশি মদ-ফেনসিডিলসহ আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটক আবুল কাশেম পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর মজিপুর গ্রামের অজি উল্যাহ ব্যাপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে। তিনি বর্তমানে বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের আঞ্জুমান ভবনের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।