বেগমগঞ্জে মোটরসাইকেলে তেলের ট্যাংকারের ধাক্কা, প্রাণ গেলো গৃহবধূর
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ফাতেমা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (০৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে চৌমুহনী পৌরসভার চৌরাস্তা সংলগ্ন প্রধান সড়কের কালাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম সদর উপজেলার রামহরিতালুক গ্রামের মোহাম্মদ জাহের ওরফে সুমনের স্ত্রী।
পুলিশ ওই ট্যাংকারটি জব্দ ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
রাতে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি।
তিনি বলেন, সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজন সোনাইমুড়ীর আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তারা নোয়াখালী-ফেনী সড়কের কালাপোলে পৌঁছলে ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ফাতেমা। এরপর ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।