চাটখিলের ১নং শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আব্দুল্লাহ খোকন পাটোয়ারী
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবদুল্লাহ খোকন পাটোয়ারী। তিনি আজ বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন ।
মনোনয়নপত্র সংগ্রহের পর আব্দুল্লাহ খোকন পাটোয়ারী জানান, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। যদি নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন হয় তবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদি।
এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ খোকন পাটোয়ারী বলেন, ইতোপূর্বে তিনি এলাকায় জনসংযোগ করে বুঝতে পেরেছেন জনগণ পরিবর্তন চায়। তাই তিনি জনগনের ভালোবাসায় নির্বাচিত হবেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।