নোয়াখালীতে রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদরে রাস্তায় দাঁড়িয়ে ছিনতাইয়ের সময় দুই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী হাউজিং এস্টেট ভাঙার-পোল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই গ্রামের জহির উদ্দিন লিটনের ছেলে আরাফাত হোসেন রাহাত (২৫) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান (২১)। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের ছোরা জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ছিনতাইকারী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সাইমন চাম্বুগং তাদের অস্ত্রসহ গ্রেফতার করেছে। আসামিরা সুযোগমতো অস্ত্র ঠেকিয়ে রাস্তায় ছিনতাই-চুরি করতো। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে