চাটখিলে পরীক্ষা হলে দায়িত্বে অবহেলা অব্যাহতি দুই শিক্ষকক
বিধান ভৌমিকঃ
নোয়াখালীর চাটখিলে দাখিল পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখে তাদের অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে মল্লিকা দিঘীর পাড় ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টিনিশ্চিত করেন।
তিনি বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে পরিদর্শনে গিয়ে দেখি কক্ষের দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষক ঘুমাচ্ছিলেন। আর পরীক্ষার্থীরা দেখাদেখি ও কথা বলে লিখছিল। পরে দায়িত্বে অবহেলার কারণে ওই দুই শিক্ষককে পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।