নিষেধাজ্ঞ অমান্য করে মৎস্য শিকার হাতিয়ায় জাল-নৌকা জব্দ,৭ জেলে আটক
হাতিয়া প্রতিনিধিঃ
দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। এসময় একটি মাছ ধরার নৌকা ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে টাংকির ঘাট এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন- হাতিয়ার হরনী ইউনিয়নের সালা উদ্দিন (২৬), হাসিব (১৯), হানিফ (২০), স্বপন (২৮) ও জাহাজমারা ইউনিয়নের আব্দুর রহিম (১৮), ইউছুফ (১৯) ও মনির মাঝি (২৬)।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এসময় টাংকির ঘাটের কাছে নদীতে জাল পাতানো অবস্থায় ৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের একটি নৌকা ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়।
অপরদিকে, হাতিয়ার মৌলভীর চর এলাকার মেঘনা নদী থেকে একটি নৌকা আটক করে উপজেলা মৎস্য বিভাগ। এসময় নৌকায় থাকা ৬ জেলেকে আটক করে অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা নৌকা এবং তিন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেহেদী জামান।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, মেঘনায় কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকার করে। গত কয়েকদিন থেকে এ ধরনের সংবাদ আসছিল। তাই ওইসব তথ্যে ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এ নিষেধাজ্ঞা আগামী ২ নভেম্বর শেষ হবে।