ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোটেলে খাচ্ছিলেন সোহাগ, এসেই দুপায়ে গুলি করল প্রতিপক্ষ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে সোহাগ (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তারা সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া মধ্যবাজারের খাবার হোটেলে ভাত খাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহাগ গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ইউনিয়ন যুবলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুদিপাড়া বাজারের একটি হোটেল বসে ছিল সোহাগ। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে ৩ অজ্ঞাত মুখোশধারী এসে সোহাগের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর, কুপিয়ে ও পরে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সোহাগকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ পূর্বে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে এবং সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর সক্রিয় সদস্য ছিল। গত দেড় বছর পূর্বে যুবলীগে যোগ দেয়। বর্তমানে সোহাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) এর পক্ষে এবং ফুটবল মার্কা মেম্বার প্রার্থী অজি উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচার কাজ করছেন।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে সোহাগ নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী দ্বন্দ্ব ছাড়াও পূর্ব শত্রুতার কারণে উক্ত ঘটনা ঘটতে পারে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের অবৈধ ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্বে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের মাদক ব্যবসায়ী করিম মেম্বার

হোটেলে খাচ্ছিলেন সোহাগ, এসেই দুপায়ে গুলি করল প্রতিপক্ষ

আপডেট সময় ১১:১৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে সোহাগ (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তারা সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে জখম করে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া মধ্যবাজারের খাবার হোটেলে ভাত খাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহাগ গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ইউনিয়ন যুবলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পুদিপাড়া বাজারের একটি হোটেল বসে ছিল সোহাগ। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে ৩ অজ্ঞাত মুখোশধারী এসে সোহাগের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর, কুপিয়ে ও পরে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সোহাগকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোহাগ পূর্বে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে এবং সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর সক্রিয় সদস্য ছিল। গত দেড় বছর পূর্বে যুবলীগে যোগ দেয়। বর্তমানে সোহাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) এর পক্ষে এবং ফুটবল মার্কা মেম্বার প্রার্থী অজি উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচার কাজ করছেন।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে সোহাগ নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী দ্বন্দ্ব ছাড়াও পূর্ব শত্রুতার কারণে উক্ত ঘটনা ঘটতে পারে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।