সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবা বিক্রিকালে মো. রাসেল (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৬০ ইয়াবা জব্দ করা হয়।
আটক রাসেল সুধারাম উপজেলার সোনাপুর গ্রামের মো. সফিক উল্যাহর ছেলে।
- নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক রাসেল সোনাইমুড়ী উপজেলার বানুয়াই গ্রামে বিভিন্ন পরিচয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।