খালেদ জুয়েলঃ
নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশনের যাত্রী পরিসেবার মান উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য রেলপথ ও ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এইচ.এম ইব্রাহীম। গতকাল শুক্রবার বিকেলে সোনাইমুড়ি রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) চট্রগ্রামের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) চট্রগ্রামের প্রধান প্রকৌশলী মো. মুবক্তগীন।
অনুষ্ঠানে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল বাকের, সাধারন সম্পাদক আ.ফ.ম বাবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর চাষীর হাট ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।