সোনাইমুড়িতে ১ হাজার ২৫ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ি থানা পুলিশ গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর রসুলপুর লোকমান মিয়ার বিল্ডিং থেকে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টিপু (৩৫) কে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার রুম থেকে ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন টিপু পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার আলীপুর আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে।
সোনাইমুড়ি থানার ওসি হারুন অর রশিদ জানান, এই ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত কে আদালতে প্রেরণ করা হয়েছে।