ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

চাটখিল (নোয়াখালী)সংবাদদাতাঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকার রাস্তার পাশে একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাহেদ হোসেন (১৮)। সে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর খাসের বাড়ির ইউছুফ কামালের ছেলে।
ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। গতকাল সোমবার বিকেলে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলে বাড়ির পাশের একটি ডোবায় এক ব্যক্তি মাছের পোনা ছাড়ার উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কার করতে যান, এ সময় তিনি সেখানে দেখেন, কচুরিপানার ভেতরে এক ব্যক্তির গলিত লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে জানাজানি হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি শনাক্ত করেন।

নিহত অটো রিক্সা চালক রাহেদ হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তাঁর ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম সাংবাদিকদের বলেন,বেশ কিছুদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।ওসি মোরশেদ আলম আরও বলেন, পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহেদকে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

চাটখিল (নোয়াখালী)সংবাদদাতাঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকার রাস্তার পাশে একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রাহেদ হোসেন (১৮)। সে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর খাসের বাড়ির ইউছুফ কামালের ছেলে।
ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। গতকাল সোমবার বিকেলে সোনাইমুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে সোনাইমুড়ী-চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ সড়কের পূর্ব পাশে জয়াগ গ্রামের জেলে বাড়ির পাশের একটি ডোবায় এক ব্যক্তি মাছের পোনা ছাড়ার উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কার করতে যান, এ সময় তিনি সেখানে দেখেন, কচুরিপানার ভেতরে এক ব্যক্তির গলিত লাশ পড়ে আছে। বিষয়টি নিয়ে জানাজানি হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বাবা ঘটনাস্থলে এসে জামা-কাপড় দেখে লাশটি শনাক্ত করেন।

নিহত অটো রিক্সা চালক রাহেদ হোসেনের বাবা ইউছুফ কামাল বলেন, তাঁর ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। ১৬-১৭ দিন আগে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হন। এরপর আর বাড়িতে না ফেরায় রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম সাংবাদিকদের বলেন,বেশ কিছুদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটায় গলিত লাশটির হাড় বের হয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।ওসি মোরশেদ আলম আরও বলেন, পরিবারের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাহেদকে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।