সোনাইমুড়িতে অটোরিকশা চোরাকারবারি দলের ২ সদস্য গ্রেফতা
সোনাইমুড়ী প্রতিনিধিঃ
সোনাইমুড়ী ও কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চোরাকারবারি দলের দুই চিহ্নিত সদস্যকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের রাজীবপুর পশ্চিম পাড়া নেয়ামত উল্যাহ ব্যাপারী বাড়ির সোলাইমানের ছেলে মো. দয়াল (২৪) ও একই উপজেলার জাওড়া এলাকার আসলাম ব্যাপারী বাড়ির মোবারক হোসেনের ছেলে তৌহিদ উল্যাহ (৪০)।
এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া মিশুক অটোরিকশা ও দুইটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।
শনিবার (১৫ জুলাই) রাতে সোনাইমুড়ী ও কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
রোববার (১৬ জুলাই) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে নোয়াখালী ও কুমিল্লাসহ আশেপাশের অন্যান্য জেলা থেকে অটোরিকশা চুরি করে তা অন্যত্র বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের চুরি করা অটোরিকশা ও ব্যাটারিসহ গ্রেফতার করে।
ওসি জিয়াউল হক বলেন, আজ সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।