- সেনবাগে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে অটোরিকশা চাপায় মসজিদের ইমামের মৃত্য
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা চাপায় আব্দুল মতিন (৬৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ৩টায় উপজেলার সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয়বাড়িয়া কালভার্টের ওপর এই ঘটনা ঘটে।
আব্দুল মতিন সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার এলাকার বাসিন্দা। তিনি একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যোহরের নামাজ শেষে মসজিদ থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন তিনি। ওই সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলসহ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।