- বেগমগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় যুবক নিহত
বেগমগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রমজান বিবির বাজারে ঢাকা থেকে আসা সোনাপুরগামী লাল সবুজ নামক বাসের নিচে চাপা পড়ে নুরুল হুদা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার জিরতলি ইউনিয়নে সাবিক সিএনজি পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হুদা জিরতলি ইউনিয়নের দরবেশ পুর গ্রামে বসবাস করে।
স্থানীয়রা জানায়, নিহত নুরুল হুদা রাস্তা পারাপারের সময় বিপরীতগামী লাল সবুজের একটি বাসের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে মারা যায়। পরে বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা পুলিশের একটি টিম সেখানে পাঠিয়েছি। তারা তদন্ত করে দেখছে। তদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।