- বেগমগঞ্জে নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির ওয়ার্কশপে আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ার্কশপের হিটিং চেম্বারে শর্ট সার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন জানান, ওয়ার্কশপের হিটিং চেম্বারে বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিই। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটিং চেম্বারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি। তবে প্রায় ৪০ লাখ টাকার মালামাল আগুনে নষ্ট হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।
চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জমির উদ্দিন জানান, আমরা বিকেল ৪ টায় খবর পেয়েছি এবং তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের মাইজদী ও চৌমুহনী স্টেশনের ৪ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে হবে।
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ার্কশপে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
-
গুলজার সৈকত
- আপডেট সময় ০৩:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- ২৩৩৯ Time View
ট্যাগস