নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন ও রয়েছে কঠোর অবস্থানে। নির্বাচনীয় এলাকায় বহিরাগত প্রবেশে বাধাসহ আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে চলছে ব্লক রেইড।
রোববার (৭ নভেম্বর) সকাল থেকে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও রসুলপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, পুলিশ ব্লক রেইড দিচ্ছে এবং র্যাব টহল দিচ্ছে। নির্বাচনী এলাকায় কাউকে বহিরাগত সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কাগজ-পত্রবিহীন মোটরসাইকেল পেলে জব্দ করা হচ্ছে।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমি বর্তমানে ছয়ানী ইউনিয়নে অবস্থান করছি। ইউনিয়নগুলোর সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে চেকিং করা হচ্ছে। এছাড়াও পুলিশ ব্লক রেইড দিচ্ছে এবং র্যাব টহল দিচ্ছে। বহিরাগত সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মো. শহীদুল ইসলাম আরও বলেন, প্রতিটি ইউপিতে কনফিডেন্স বিল্ডিং প্যাট্রলের মাধ্যমে ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অবগত ও সম্পৃক্ত করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি নির্বাচনের আগে-পরে পুলিশ সক্রিয় থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের আগে-পরে যেন কোনো সহিংসতা ঘটাতে না পারে এজন্য র্যাব, বিজিবি মোতায়েন করা হবে।