বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সূচিকিৎসার দাবীতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে গণঅনশন চলছে।
রবিবার সকাল ১০টা থেকে গণঅনশন চলছে। এতে বিপূল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করছে।
গণঅনশনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, আবু নাসের, সহিদুল ইসলাম কিরন, ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী ও বিদেশে সুচিকিৎসার জন্য সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, অসুন্থ বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।