নোয়াখালী কবিরহাটে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের ভূইয়ারহাট বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিরাজুদৌল্লা (৬৫) নামের এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে বসুরহাট-কবিরহাট সড়কের ভূইয়ারহাট সততা বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুদৌল্লা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্য সুন্দলপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাটের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কবিরহাট থেকে ছেড়ে যায়। সিএনজিটি ভুইয়ারহাট সততা বেকারির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি ধুমড়েমুছড়ে গিয়ে অটোরিকশায় থাকা ৪ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজুদৌল্লার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাইন উদ্দিন সুমন বলেন, আমার বাবা ৩২ বছর ওমানে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। যাত্রা পথে কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন সততা বেকারীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।