নোয়াখালীর সুবর্ণচরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্য
সূবর্নচর প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চর জব্বার ও চর জুবলি ইউনিয়নের পৃথক দুইটি পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে সামিয়া আক্তার (২) ও বিবি আয়েশা (২২ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে পুকুর দুইটি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. আরিফের মেয়ে বিবি আয়েশা।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলার জন্য ঘর থেকে বের হয় তারা। সন্ধ্যার আগের তাদের খোঁজ না পেয়ে পারিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এর একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পৃথক দুইটি পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।