ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে গেলো সরকারি চাকুরে বর

নোয়াখালীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে গেলো সরকারি চাকুরে বর

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর মাইজদীতে ৫০ লাখ টাকা যৌতুক না দেওয়ার অভিযোগে বিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনে পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৬ মে) বিকেলে জেলা শহরের মাইজদী মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) পেশায় একজন ড্রাগ সুপার। তিনি নোয়াখালীতে কর্মরত থাকলেও তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্সে পড়ুয়া শিক্ষার্থী, যার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। কনের মামারা এই বিয়ের আয়োজন করেন।
কনে পক্ষের মামা হিরন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথারীতি বর পক্ষের লোকজনকে খাওয়া দাওয়া দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।
খোঁজা খুজির পরে বরকে অনুষ্ঠানস্থলের পাশে একটি রুমে পাওয়া যায় । বর এসে কনে পক্ষের মামাদের নিকট ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যায় ।সে এই বিয়ে করবে না বলে জানিয়ে দেয় । এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বর পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে।

এ ঘটনায় কনে পক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বর সহ দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন জানান, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।
এই ঘটনায় জেলা শহর মাইজদীতে টক অব দা টাউনে পরিণত হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তদন্ত-পূর্বক দৃষ্টান্তমূলক দাবি করছেন।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় বরসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

সোনাইমুড়ি উপজেলার জয়াগের ডোবা থেকে অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার

নোয়াখালীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে গেলো সরকারি চাকুরে বর

আপডেট সময় ০৫:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

নোয়াখালীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে গেলো সরকারি চাকুরে বর

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর মাইজদীতে ৫০ লাখ টাকা যৌতুক না দেওয়ার অভিযোগে বিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনে পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৬ মে) বিকেলে জেলা শহরের মাইজদী মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) পেশায় একজন ড্রাগ সুপার। তিনি নোয়াখালীতে কর্মরত থাকলেও তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্সে পড়ুয়া শিক্ষার্থী, যার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। কনের মামারা এই বিয়ের আয়োজন করেন।
কনে পক্ষের মামা হিরন ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুপুরে কনে পক্ষের ৩০০ লোকের জন্য মেহরান ডাইনে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথারীতি বর পক্ষের লোকজনকে খাওয়া দাওয়া দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।
খোঁজা খুজির পরে বরকে অনুষ্ঠানস্থলের পাশে একটি রুমে পাওয়া যায় । বর এসে কনে পক্ষের মামাদের নিকট ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যায় ।সে এই বিয়ে করবে না বলে জানিয়ে দেয় । এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বর পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে।

এ ঘটনায় কনে পক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সুধারাম থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বর সহ দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন জানান, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। সে পালিয়ে যায়নি এবং ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।
এই ঘটনায় জেলা শহর মাইজদীতে টক অব দা টাউনে পরিণত হয়েছে। স্থানীয়রা এ ঘটনার তদন্ত-পূর্বক দৃষ্টান্তমূলক দাবি করছেন।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এই ঘটনায় বরসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।