ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে সমাধান সরবরাহ, পিয়নের কারাদণ্ড

  • বিধান ভৌমিক
  • আপডেট সময় ০৩:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • ২৩২০ Time View
  1. নোয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে সমাধান সরবরাহ, পিয়নের কারাদণ্

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদরে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে টয়লেটে গিয়ে সমাধান করে আনায় মো. নূর করিম নামে এক অফিস সহকারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার চর মটুয়া ইউনিয়নের পানামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ-বিন-আখন্দ।
দণ্ডপ্রাপ্ত নূর করিম শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অফিস সহকারী নূর করিমকে টয়লেটে প্রশ্নোত্তর লিখতে দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য বিষয়টি মোবাইলে সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ-বিন-আখন্দকে জানান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে নূর করিমের মুঠোফোনে প্রশ্ন এবং সংশ্লিষ্ট উত্তর খুজে পান এই কর্মকর্তা। তার ফোনে বুধবারের পরীক্ষার প্রশ্ন ও সমাধানসহ পূর্বের সব পরীক্ষার নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল পরীক্ষার প্রশ্ন ও কাগজে লেখা উত্তরপত্র পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ছবিগুলো তুলেছেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। পরে নূর করিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রশ্ন সরবরাহকারী সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান নূর করিম প্রথম পরীক্ষা থেকেই এভাবে প্রশ্নের ছবি তুলে সমাধান করতেন। তার মোবাইলে আগের পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের ছবি ও উত্তর পেয়েছি, তবে তার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তার প্রমাণ পাওয়া যায়নি। আমরা তার ব্যবহৃত মোবাইলটি ও উত্তরসম্বলিত লিখিত কাগজটি আলামত হিসেবে জব্দ করেছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

নিজের অবৈধ ব্যবসাকে আড়াল করার জন্যই পুলিশের বিরুদ্বে মিথ্যাচারে লিপ্ত টেকনাফের মাদক ব্যবসায়ী করিম মেম্বার

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে সমাধান সরবরাহ, পিয়নের কারাদণ্ড

আপডেট সময় ০৩:০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  1. নোয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবি তুলে সমাধান সরবরাহ, পিয়নের কারাদণ্

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদরে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে টয়লেটে গিয়ে সমাধান করে আনায় মো. নূর করিম নামে এক অফিস সহকারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার চর মটুয়া ইউনিয়নের পানামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ-বিন-আখন্দ।
দণ্ডপ্রাপ্ত নূর করিম শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অফিস সহকারী নূর করিমকে টয়লেটে প্রশ্নোত্তর লিখতে দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য বিষয়টি মোবাইলে সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ-বিন-আখন্দকে জানান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে নূর করিমের মুঠোফোনে প্রশ্ন এবং সংশ্লিষ্ট উত্তর খুজে পান এই কর্মকর্তা। তার ফোনে বুধবারের পরীক্ষার প্রশ্ন ও সমাধানসহ পূর্বের সব পরীক্ষার নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল পরীক্ষার প্রশ্ন ও কাগজে লেখা উত্তরপত্র পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি ছবিগুলো তুলেছেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। পরে নূর করিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রশ্ন সরবরাহকারী সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা করায় ওই কক্ষের দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান নূর করিম প্রথম পরীক্ষা থেকেই এভাবে প্রশ্নের ছবি তুলে সমাধান করতেন। তার মোবাইলে আগের পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের ছবি ও উত্তর পেয়েছি, তবে তার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তার প্রমাণ পাওয়া যায়নি। আমরা তার ব্যবহৃত মোবাইলটি ও উত্তরসম্বলিত লিখিত কাগজটি আলামত হিসেবে জব্দ করেছি।