তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে
নোয়াখালীতে বিদ্যুৎ অফিসে বিএনপির অবস্থান কর্মসূচ
নোয়াখালী প্রতিনিধিঃ
দেশে ‘অসহনীয় লোডশেডিং’ ও বিদ্যুৎ খাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় নোয়াখালীতেও জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। একই সঙ্গে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা শহর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে এসে জড়ো হয় নেতাকর্মীরা। তারপর সেখানে প্রায় ১ ঘণ্টা অবস্থান নেন তারা।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, ছাত্রদলের সভাপতি আজগর হোসেন দুখু প্রমুখ। এসময় বিএনপি,ছাত্রদল ও যুবদলের বিভিন্ন উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমীনের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
এদিকে, বিএনপির এ কর্মসূচি থেকে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত ছিলেন