ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন পেটে জোড়া লাগানো কন্যা শিশুদের শয্যা পাশে এইচ এম ইব্রাহিম এমপি
গুলজার সৈকতঃ
চাটখিল উপজেলার উত্তর বদলকোটের পেটে জোড়া লাগানো জমজ কন্যা শিশুদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। এ সময় চিকিৎসাধীন শিশুদের চিকিৎসার জন্য তিনি আর্থিক অনুদান প্রদান করেন।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এইচ এম ইব্রাহিম এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছলে, সংশ্লিষ্ট চিকিৎসকেরা তাঁকে স্বাগত জানান। তিনি কিছু সময় চিকিৎসাধীন এই শিশুদের শয্যা পাশে অতিবাহিত করেন। চিকিৎসারত শিশুদের খোঁজখবর নেন। অসহায় শিশুরা যাতে ভালো চিকিৎসা পান এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার জন্য এমপি ইব্রাহিম সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
গুলজার সৈকত 











