চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি এডভোকেট সালাহ উদ্দিন কামরান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি আজ (১২ জুলাই) শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই ঘোষণা দেন।
এডভোকেট সালাহ উদ্দিন কামরান বলেন ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার দায়িত্ব পালন কালে চাটখিলের রাস্তা ঘাট উন্নয়ন, চাটখিল মহিলা কলেজ, সোমপাড়া কলেজ প্রতিষ্ঠা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
চাটখিল পৌর সভা প্রতিষ্ঠা, গ্যাস সংযোগ, পল্লী অঞ্চলে বিদ্যুতায়ন, সন্ত্রাস দমন, চাটখিল সরকারি হাসপাতাল সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরণ তুলে ধরেন।
তিনি আশাবাদী বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হবেন। তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নোয়াখালী -১ আসনের জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করবেন। তিনি আরো বলেন নির্বাচিত হলে, দুর্নীতি , অনিয়ম দুর করে একটি সুশিক্ষিত সমাজ গড়ে তুলবেন। মতবিনিময় কালে তার সাথে বিএনপি নেতা মিজানুর রহমান টুলু , শামছুদৌহা, সৈয়দ সাইফুল আলম শিমুল, যুবদল নেতা মোঃ ইউসুফ, মোঃ সুমন, জাসাস নেতা বেলাল শাহ, শ্রমিক দল নেতা মাসুদ আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারঃ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সিনিয়র সাংবাদিক সার্জেন্ট (অবঃ)দ্বীন মোহাম্মদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, মনির হোসেন বিএসসি, রহমত উল্লাহ, মামুন চৌধুরী গোলাম সারোয়ার জুয়েল, সাইফুল ইসলাম বাবর ইলিয়াস কাঞ্চন, আলমগীর হোসেন হিরো প্রমূখ
উল্লেখ্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান চাটখিলে এমপি থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত থেকে তার কার্যক্রম পরিচালনা করেছেন বলে এলাকায় তার সুনাম রয়েছে।