চাটখিলে হামলা,মারধর লুটপাটের অভিযোগ
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী পালের বাড়িতে একই বাড়ির প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আহত হয়। এসময় হামলাকারীরা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে পালের বাড়ির আনোয়ার হোসেন বাদী হয়ে ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলশ্রী পালের বাড়ির জহিরুল ইসলাম, দিদার হোসেন, জিসান ও মাহাদী সহ অজ্ঞাতনামা ৫/৬ জন গত মঙ্গলবার দুপুরে ঐ বাড়ির তাজুল ইসলাম ও তার স্ত্রী লাকি আক্তার কে মারধর করে আহত করে। এসময় সন্ত্রাসীরা লাকি আক্তারের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের শোর চিৎকারে তার বড় ভাই আনোয়ার হোসেন এগিয়ে গেলে তাকে ও মারধর করা হয় এবং তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি । আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, তাদের উপরে দফায় দফায় হামলা করে তাদের গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই আবদুল কুদ্দুস এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।