চাটখিলে সাংবাদিকের বাসায় হামলা, লুটপাট সাংবাদিককে অপহরণ, নির্মম প্রহার
চাটখিল প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধি ও চাটখিল পৌর শহরের ব্যবসায়ী খালেদ হোসেন জুয়েলের (৩৫)
বাসায় একদল সন্ত্রাসী গত রোববার রাতে হামলা চালায় হামলা কারিরা বাসার ভিতর ঢুকে বাসায় থাকা নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে সাংবাদিক জুয়েলকে অস্ত্রের মুখে জোরপূর্বক মারধর করে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
সন্ত্রাসী চাঁদাবাজরা সাংবাদিক জুয়েলকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর চাটখিল প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ আশেপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে অভিহিত করেন এরপর পরই পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে সাংবাদিক জুয়েলকে উদ্ধার করার জন্য অভিযান চালাতে থাকেন এক পর্যায়ে অপহরণকারীরা জুয়েলকে বেদম মারধর করে ওকে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়, সোমবার ভোরে আহত জুয়েল চাটখিল সোনাইমুড়ী সেনা ক্যাম্পে যান, সেখানে আহত জুয়েলকে সেনা কর্মকর্তারা সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন, এ বিষয়টি নিশ্চিত করেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন নাবিল। সোমবার বিকেলের সাংবাদিক জুয়েল ঢাকার একটি হাসপাতাল থেকে মুঠোফোনে সাংবাদিকদের তার বাসায় হামলা, লুটপাট, তাকে অপহরণ ও মারধরের কাহিনী তুলে ধরেন, তিনি জানান, রোববার রাত আটটার দিকে চাটখিল হাজী বাড়ির আকুল, দেয়ানজী বাজার বাড়ির লায়ন মনির, বৈকুন্ঠপুর ভূইয়া বাড়ির মোরশেদ আলম, বৈকুন্ঠপুর বেপারী বাড়ির টুটুল, গোমাতলী হারুন মেম্বার বাড়ির হাবিব, ও দেলিয়ার আরিফ ভূঁইয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তার বাসায় হামলা চালিয়ে অস্ত্রের মুখে বাসায় থাকা ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, দরকারি কাগজপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে অস্ত্র ঠেকিয়ে তাকে অপহরণ করে প্রথমে মল্লিকা দিঘীরপাড় পরে বৈকন্ঠপুর ভুইয়াবাড়ির মসজিদের সামনে সর্বশেষ লক্ষ্মীপুরের গণ শ্যামপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে বেদম মারধর করে। এ সময় যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা তাকে একটি বাগানে ফেলে রেখে চলে যায়, সকালে সেখান থেকে তিনি সেনা ক্যাম্পে যান। সেনা ক্যাম্পে গিয়ে কর্মকর্তাদের কাছে তিনি সকল ঘটনার বিবরণ দেন সেনা কর্মকর্তারা তাকে চিকিৎসার জন্য সোনাইমুড়ী স্বাস্থ্য ক্যামপ্লেক্সে ভর্তি করান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
সাংবাদিক জুয়েল আরো জানান, গত শুক্রবার বিকেলে পৌরসভার ভীমপুর গ্রামের ইউসুফ সুধানী ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, টাকা না দিলে তাকে বিভিন্ন মামলা হামলায় জড়ানো সহ প্রাননাশ ও অপহরণের হুমকি দেন, তাৎক্ষণিক তিনি বিষয়টি থানা পুলিশ ও সেনাক্যাম্পে অবহিত করেছিলেন।
তিনি তার ওপর হামলাকারী এবং অপহরণকারী সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক (ভারঃ) গুলজার হোসেন সৈকত, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে।