চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার একটি রাস্তার লটারিতে কাজ পাওয়া ঠিকাদার আব্বাস উদ্দিন (৬০) কে জোরপূর্বক তুলে নিয়ে আটক রেখে ভয়ভীতি দেখিয়ে কাজ ভাগিয়ে নেওয়া বা তাদেরকে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পৌর শহরের খোকন ভিডিও গলির একটি ঘর থেকে তাকে উদ্ধার করলেও সন্ত্রাসী ও চাঁদাবাজ কাউকে আটক করতে পারেনি ।
চাটখিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে এক কিলোমিটার ডাবল সোলিং রাস্তার টেন্ডার আহ্বান করা হয় । টেন্ডার জমা দেওয়ার জন্য জেলা শহর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে ব্যবস্থা নেওয়া হয়। ৭৫ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করেন। গতকাল সোমবার টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। লটারিতে আব্বাস উদ্দিন কাজ পায়। লটারি শেষে আব্বাস উদ্দিন অফিসে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৩ টার দিকে প্রকল্প কর্মকর্তা সুব্রত দাসের অফিস থেকে অজ্ঞাতনামা কয়েকজন এসে আব্বাসকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিষয়টি সম্পর্কে প্রকল্প কর্মকর্তা সুব্রত দাস উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পুলিশ অভিযান চালিয়ে চাটখিল পৌর শহরের খোকন ভিডিও গলির একটি ঘর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আকিব ওসমান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধী যে বা যারাই হোকনা কেনো তাদেরকে আইনে আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে এখনো থানায় কোন মামলা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, আব্বাস উদ্দিন প্রতিষ্ঠিত ঠিকাদার তার বাড়ি হাতিয়ায় । তিনি নোয়াখালীর মাইজদী শহরে থাকেন। এ ঘটনার পর তার মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।