চাটখিলে ব্যাটারি চালিত অটো রিকশায় চাপা পড়ে শিশুর মৃ’ত্যু
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা মাইনুদ্দিন পাটোয়ারী বাড়ির জুয়েলের মেয়ে জিনিয়া (৭) ব্যাটারি চালিত অটোরিকশায় চাপা পড়ে মারা গেছেন।
বুধবার বিকেলে বানসা হাফিজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার সামনে ওই মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া এ দুর্ঘটনার শিকার হয়।
পরে স্থানীয় লোকজন ও শিশুটির পরিবার তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে ।
এ ঘটনায় এলাকাবাসী অটোরিকশাটি আটক করে, তবে অটো ড্রাইভার আব্দুল হান্নান দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়, তার বাড়ী মনেহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের শাকতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল ও ২নং ওয়ার্ড মেম্বার সালা উদ্দিন কে অবহিত করে বৃহস্পতিবার সকালে শিশুটির লা’শ দাফন করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মাদ ইমদাদুল হক এর নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ এই দুর্ঘটনার বিষয়ে থানাকে অবহিত করেনি।