চাটখিলে পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষনা
চাটখিল প্রতিনিধিঃ
দীর্ঘ ৭ বছর পর নোয়াখালীর চাটখিল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট প্রকাশ্যে ঘোষণা করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ ২১ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে-৭৪ কোটি, ৯২ লাখ ৪৬ হাজার টাকা
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি । পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপির সভাপতিত্বে আজ বুধবার (১৭ জুলাই) বিকেলে পৌরসভার ভবনে আয়োজিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে মেয়র নিজাম উদ্দিন বাজেট পাঠ করে শুনান। তিনি এ বাজেট বাস্তবায়নে সকল পৌরবাসীর সহযোগিতা কামনা করেন এবং পৌরবাসীর উন্নয়নে প্রধান অতিথি স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিমের নিকট সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু , পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি-ভিপি বজলুর রহমান লিটন, পৌরসভায় আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, কাউন্সিলর সালেহ আহমেদ সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম পৌর বাসীর কল্যাণে সার্বিক ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক, পৌরসভা কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।