চাটখিলে গভীর রাতে বসত ঘরে হামলা, ভাংচুর দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের মোরশেদ আলম সজিবদের বসত ঘরে সন্ত্রাসীরা গত (৩১ মার্চ) সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে মোরশেদ আলম সজিব বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে সোমবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত (৩১ মার্চ) ঈদের দিন রাত ১২ টার দিকে ১৫/১৬ জনের এক দল সন্ত্রাসী তাদের বাড়িতে ঢুকার বন্ধ কেসি গেটে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। কিন্তু এটি ভাঙতে না পেরে এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরের জানালার কাচ গুলো ভাংচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময়ে বাড়ির লোকজনের শোর চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে পালিয়ে যায়। চাঁদা না দিলে তাদের বাড়িতে পুনরায় হামলা ভাঙচুর সহ বিভিন্ন ভাবে হেনস্তা করার হুমকি দেয় বলে অভিযোগ করেন খোরশেদ আলম। এ বিষয়ে খিলপাড়া তদন্তকেন্দ্র পুলিশ ঘটনাস্থল পরিশর্দন করেছেন।
এ বিষয়ে চাটখিল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুস সুলতানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।