চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
চাটখিল প্রতিনিধিঃ
চাটখিলে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমাম হাসান, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহরিয়ার রশিদ খসরু, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়শ্রী আচার্য, মাওলানা আব্দুল্লাহ,স্হানীয় সমাজসেবক মহিউদ্দিন সুমন, মানিক হোসেন প্রমূখ।
সবাই বক্তারা শিক্ষার্থীদের কে আগামী দিনে একজন সৎ এবং আদর্শবান মানুষ নিজেকে হিসেবে গড়ে তুলতে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন রশীদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।