ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চাটখিলে এক্টিভ ফাউন্ডেশনের উদ্যোগে  প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ

  • গুলজার সৈকত
  • আপডেট সময় ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • ২২৮৫ Time View

চাটখিলে এক্টিভ ফাউন্ডেশনের উদ্যোগে  প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতর

চাটখিল প্রতিনিধিঃ

চাটখিলে একটি ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও শিলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ২০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের ব্যক্তিগত অর্থায়ন এবং একটিভ নারী কল্যাণ ফোরামের উদ্যোগে কর্মশালাটি সম্পন্ন করা হয়। নারীর ক্ষমতায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। এতে ১১০ জন নারী অংশ নেয়।

প্রশিক্ষণ প্রসঙ্গে আবেগ আপ্লুত হয়ে উপজেলার দশঘরিয়া গ্রামের জাহানারা বেগম বলেন.
‘আমরা এতদিন ঘরে বসে অলস সময় কাটাতাম। এখন আর আমাদের অলস সময় কাটাতে হবেনা। একটিভ ফাউন্ডেশন থেকে সেলাইয়ের কাজ শিখেছি। ট্রেইনাররা খুব যত্ন সহকারে আমাদের সেলাইয়ের কাজ শিখিয়েছেন।এখন আমরা ঘরে বসেই উপার্জন করতে পারবো। কারও উপর আর নির্ভরশীল হতে হবে না।একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০ দিনের সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনের সেরা ১০জন প্রশিক্ষণার্থী নারীকে স্বাবলম্বী নারী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সকল প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট, সেলাই উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

একটিভ নারী কল্যাণ ফোরামের সভাপতি শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ. এম. আলী তাহের ইভু, চাটখিল পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন তরুন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, একটিভ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর ফারুক সিদ্দিকী ফরহাদ প্রমুখ।
এসময় আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, ‘নারীদেরকে পিছিয়ে রেখে একটি দেশ এগিয়ে যেতে পারে না। আমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে উপজেলার নারীদেরকে স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি।’
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল ধরণের সহায়তা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
একটিভ নারী কল্যাণ ফোরামের সভাপতি শামীমা আক্তার মেরী বলেন, উপজেলার নারীদেরকে আত্মনির্ভশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়েছে। দেশের আধুনিকায়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে জনসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। ৪ জন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপজেলার পৃথক দুইটি স্থানে চার ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন করা হয়

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Noakhalir Patrika

প্রকাশক সম্পাদক গুলজার হোসেন সৈকত সার্বিক যোগাযোগ 01711577700 gulzar.shykot@gmail.com
জনপ্রিয় সংবাদ

রাতের আধাঁরে কাটল শত বছরের বটবৃক্ষ —————————————————————- চাটখিলে ম্যাজিস্ট্রেটের নির্দেশ উপেক্ষা করে মার্কেট নির্মাণ

চাটখিলে এক্টিভ ফাউন্ডেশনের উদ্যোগে  প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় ০৪:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

চাটখিলে এক্টিভ ফাউন্ডেশনের উদ্যোগে  প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতর

চাটখিল প্রতিনিধিঃ

চাটখিলে একটি ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও শিলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ২০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের ব্যক্তিগত অর্থায়ন এবং একটিভ নারী কল্যাণ ফোরামের উদ্যোগে কর্মশালাটি সম্পন্ন করা হয়। নারীর ক্ষমতায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। এতে ১১০ জন নারী অংশ নেয়।

প্রশিক্ষণ প্রসঙ্গে আবেগ আপ্লুত হয়ে উপজেলার দশঘরিয়া গ্রামের জাহানারা বেগম বলেন.
‘আমরা এতদিন ঘরে বসে অলস সময় কাটাতাম। এখন আর আমাদের অলস সময় কাটাতে হবেনা। একটিভ ফাউন্ডেশন থেকে সেলাইয়ের কাজ শিখেছি। ট্রেইনাররা খুব যত্ন সহকারে আমাদের সেলাইয়ের কাজ শিখিয়েছেন।এখন আমরা ঘরে বসেই উপার্জন করতে পারবো। কারও উপর আর নির্ভরশীল হতে হবে না।একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০ দিনের সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনের সেরা ১০জন প্রশিক্ষণার্থী নারীকে স্বাবলম্বী নারী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সকল প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট, সেলাই উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

একটিভ নারী কল্যাণ ফোরামের সভাপতি শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ. এম. আলী তাহের ইভু, চাটখিল পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন তরুন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, একটিভ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর ফারুক সিদ্দিকী ফরহাদ প্রমুখ।
এসময় আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, ‘নারীদেরকে পিছিয়ে রেখে একটি দেশ এগিয়ে যেতে পারে না। আমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে উপজেলার নারীদেরকে স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি।’
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল ধরণের সহায়তা করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
একটিভ নারী কল্যাণ ফোরামের সভাপতি শামীমা আক্তার মেরী বলেন, উপজেলার নারীদেরকে আত্মনির্ভশীল করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়েছে। দেশের আধুনিকায়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে জনসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীদের আয়োজনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। ৪ জন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে উপজেলার পৃথক দুইটি স্থানে চার ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন করা হয়