কবিরাট ও সেনবাগ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল নুবাইদ (৩) ও আবদুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের ইয়াছিন আরাফাত বাবলুর ছেলে আব্দুল্লাহ আল নুবাইদ ও কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে আবদুল্লাহ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নুবাইদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাশে খেলাধুলা করছিল নুবাইদ। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে আশপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়
অন্যদিকে আব্দুল্লাহ বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান সুমন বলেন, পরিবারের সদস্যদের অগোচরেই ছেলেটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। তার মা তখনও রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তবে রান্না ঘর থেকেই পুকুর দেখা যায়। তার মা সম্ভবত ভুলে গেছেন। পরে পুকুরে মরদেহ ভেসে উঠে।
কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান হৃদয় বলেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট ও সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ও এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেনছেন।